দুই মাসের প্রো-ভিসির জন্য দুই বছরের বাড়ীভাড়া!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন একজন প্রোভিসি রয়েছেন। এই পদে যার চাকরির মেয়াদ মাত্র দুই মাস। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রো-ভিসি মশিউর রহমানের জন্য রাজধানীর বনানী এলাকায় পরবর্তী দুই বছরের বাডী ভাড়া করতে যাচ্ছে।