৬৮৮ ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি

বিভিন্ন অসাধারণ ধারার স্কুল ও মাদরাসায় ৬৮৮ টি ট্রেড ইন্সট্রাক্টর পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সেসিপের চাহিদার ভিত্তিতে এসব পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা আগামী ৮ আগস্ট থেকে এসব পদে নিয়োগের আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের জন্য ৮ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
৬৮৮ ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগে : জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
- ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ঠেকাতে নতুন কৌশল
- করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ২২ জনের মৃত্যু
- শিক্ষকদের জুলাই মাসের এমপিও
- অনলাইন গেমসকে ‘মাদকের’ সঙ্গে তুলনা করলো চীনের গণমাধ্যম
এর আগে সেসিপের চাহিদা অনুসারে ১ হাজার ২৮০ ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের প্রক্রিয়া চালানো হলেও প্রার্থী না থাকায় সবগুলো পদে নিয়োগ সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ। এগুলোর মধ্যে খালি থাকা ৬৮৮টি পদে নিয়োগ সুপারিশ করতে ফের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
Comments are closed.