বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি,ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ১৪৩৯টি শূন্য পদ প্রতিযােগিতামূলক একক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: অফিসার (ক্যাশ)’ (২০১৯ সাল ভিত্তিক)
পদ সংখ্যা: ১৪৩৯টি।
পদসংখ্যা:
(ক) সােনালী ব্যাংক লিঃ- ৮৪৬টি।
(খ) জনতা ব্যাংক লিঃ- ১০৫টি।
(গ) অগ্রণী ব্যাংক লিঃ- ৪০০টি।
(ঘ) রূপালী ব্যাংক লিঃ- ৮৫টি।
(ঙ) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ- ০৩টি।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০/-স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: (ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ (চার) বছরের স্নাতক/শ্নাতক (সম্মান)
ডিগ্রি থাকতে হবে।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূধ্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১(এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
(গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
(ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে ও ক্ষেত্রমত,সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে।
এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-
জিপিএ ৩.০০ বা তদূধ্ব প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ
অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-
অর্জিত সিজিপিএ সমতুল্য শ্রেণি / বিভাগ
৪.০০ পয়েন্ট স্কেলে/ ৫.০০ পয়েন্ট স্কেলে
৩.০০ বা তদূধ্ব/৩.৭৫ বা তদূধ্ব প্রথম বিভাগ/শ্রেণি
২.২৫ বা তদূধ্ব কিন্তু ৩.০০ এর কম/২.৮১৩ বা তদূধ্ব কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি
বয়স: ক) মুক্তিযযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোাচ্চ ৩০ বছর। খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন নিয়ম: Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এর online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
Comments are closed.