‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষকদের এগিয়ে আসতে হবে’

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষকদের এগিয়ে আসতে হবে: ধর্মীয় মুল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদরাসা শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম। সব ধর্মের লোকদের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের আরো বেশি ভুমিকা রাখতে রাখার তাগিদ দেন তিনি। আজ (১৭ অক্টোবর) অনলাইনে যুক্ত হয়ে মাদরাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
- এসএসসি পরীক্ষার খাতা বিতরণ শুরু কাল
- গাজীপুরে প্রাথমিকের ১২ হাজার শিক্ষার্থী অনুপস্থিত
- স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু
সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিভিন্নভাবে হামলার প্রসংগে সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদরাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবেনা তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।
সভায় দেশের ৩০০টি মাদরাসা শিক্ষক যুক্ত ছিলেন।
আমিনুল ইসলাম বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মাদরাসা শিক্ষকদের অবহিত করেন।
Comments are closed.