ধনবাড়ী উপজেলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ।।
মধুপুর।। টাংগাইল।। এন.বাশার।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম পি মহোদয়ের আজ ০৮/০১/২০২১ইং তারিখে ধনবাড়ী উপজেলার কৃষকদের নিয়ে গঠিত (সিওজি) সমবায় সমিতিদেরকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩১টি পাওয়ার টিলার ও ১৬টি ধান মারাই মেশিন প্রদানের শুভউদ্বোধন করেন এবং উপজেলা চেয়ারম্যান জনাব মো: হারুনার রশিদ হীরা ,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার ধনবাড়ী, মাননীয় মন্ত্রীর সহকারী মাসুদসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি :- মাননীয় কৃষিমন্ত্রী ড. মো:আব্দুর রাজ্জাক এম পি মহোদয়ের সহকারী- মাসুদ।
- 4Shares
4