জল্পনার অবসান ঘটিয়ে নিজ ঘরেই ফিরলেন আলভেস

জল্পনার অবসান ঘটিয়ে নিজ ঘরেই ফিরলেন আলভেস: যে বয়সে ফুটবলাররা অবসর আয়েশি জীবন কাটান, অনেকে নতুন একাডেমি খুলে উঠতি খেলোয়াড়দের খেলা শেখান। না হয় নেমে পড়েন কোচিং পেশায়। অথচ সেখানে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেস আবার ফিরলেন ইউরোপের শীর্ষ সারির লিগ লা লিগায়। আবার নাম লেখালেন ভালোবাসার ক্লাব বার্সেলোনায়।
গত কিছুদিন ধরেই আকাশে-বাতাসে গুঞ্জন ছিলো যে, পুরনো ঠিকানা বার্সায় ফিরতে যাচ্ছেন আলভেস। সমস্ত জল্পনা দূর করে বার্সেলোনা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়ে দিলো, আলভেসকে আবারও ঘরে ফেরাচ্ছে তারা।
কিছুদিন আগে আলভেসের দীর্ঘদিনের বার্সা সতীর্থ জাভি ম্যানেজারের দায়িত্ব নিতেই, তার ক্লাবে ফেরার পথ সুগম হয়। বার্সার কোচ হিসেবে জাভির প্রথম চাওয়াই ছিলেন আলভেস। এ দুজনের মধ্যে সম্পর্কটা কত গভীর তা হয়তো অনেকেরই জানা আছে।
শুক্রবার রাতে বার্সা নিশ্চিত করে ফ্রি এজেন্ট হিসেবে আলভেসকে আবার চুক্তিবদ্ধ করেছে তারা। বিবৃতিতে কাতালান ক্লাবটি লেখে, বার্সেলোনা এবং দানি আলভেস চলতি মৌসুমের বাকি সময়ের জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে। সে কিছুদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন।
Comments are closed.