ক্যাডেট কলেজে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

ক্যাডেট কলেজে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে: এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের ৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২১ জনই জিপিএ ৫ পেয়েছে। অর্থাৎ পাসের হার এবং জিপিএ ৫ পাওয়ার হার শতভাগ। অন্যান্য পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ক্যাডেট কলেজগুলো এ সাফল্য পেল। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাডেট কলেজে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সবার প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে আজ পর্যন্ত বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে ফলাফলের দিক থেকে শীর্ষে অবস্থান করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি
Comments are closed.