কুমিল্লা বোর্ডে পাস ৯৬ দশমিক ২৭ শতাংশ, ১৪ হাজার ৬২৬ জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে পাস ৯৬ দশমিক ২৭ শতাংশ, ১৪ হাজার ৬২৬ জিপিএ-৫: ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। গতবার এই পাসের হার ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী।
Comments are closed.