করোনায় আক্রান্ত প্রসেনজিৎ

করোনায় আক্রান্ত প্রসেনজিৎ: ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
এর আগে দেশটির বেশ কয়েজন তারকা অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছে তিনি নিজেই সবাইকে জানিয়েছেন টুইটারে।
টুইটে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’
একই দিন এই তালিকায় নতুন করে সংযোজন হয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও।
ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। একই দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তার স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।
Comments are closed.