এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান

এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান: নতুন বছরের শুরুতেই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলাই থাকছে। তবে, করোনার সংক্রমণ পরিস্থিতি ঘন ঘন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।
গতকাল রোববার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্টদের সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ সোমবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী।
সূত্র আজকের শিক্ষাডটকমকে জানায়, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে ক্লাস চলছে, সেভাবেই ক্লাস চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে, সংক্রমণ পরিস্থিতি ঘন ঘন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Comments are closed.