আলিম পরীক্ষার্থীদের আরও দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট

আলিম পরীক্ষার্থীদের আরও দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট: ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এ শিক্ষার্থীদের ১৭তম ও ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে।
করোনা মহামারির থাবায় দেড় বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। সে সময় ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেসময়, ফের এ কার্যক্রম শুরু হয়েছে।
Comments are closed.