আগামী বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা কিছুটা পেছাবে। তবে কতটা পেছাবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বছর আমরা দেখেছি মার্চ মাসের দিকে সংক্রমণ কিছুটা বেড়েছে। তাই পরীক্ষা কবে শুরু হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীবছরের এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। পরীক্ষার্থীদের কতদিন ক্লাস নিতে পারবো তা বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ হবে।
মন্ত্রী জানান, আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। সে সিলেবাসও শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। তারা এ বছর শ্রেণিকক্ষে ক্লাস করতে পারেননি। সেজন্য ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা কিছুটা পেছাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, ট্রাফিক জ্যাম এড়াতে পাবলিক পরীক্ষা শুরুর সময় কিছুটা পরিবর্তন হতে পারে। সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে চলতি বছর জ্যাম এড়াতে পরীক্ষার সময় পরিবর্তনের কিছু ভাবা হচ্ছে না।
আগামী ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষার ১৩ লাখ ৯৯ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
Comments are closed.